খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে তা বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান ও জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করত।
শনিবার (৩১ জানুয়ারি) সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় দিনব্যাপী গণসংযোগকালে উপস্থিত সাধারণ ভোটার ও জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বামনডাঙ্গার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এসময় তিনি বলেন, “একটি অংশগ্রহণমূলক ও সর্বজনীন নির্বাচনই কেবল দেশের গণতন্ত্রকে সুসংহত করতে পারে। সব দলের অংশগ্রহণে নির্বাচন হলে রাজনৈতিক অস্থিরতা দূর হতো এবং দেশ একটি টেকসই স্থিতিশীলতার দিকে এগিয়ে যেত।”
গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং সুন্দরগঞ্জের মানুষের ভাগ্যেন্নয়নে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এসময় স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ তার সাথে উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.