খবরবাড়ি ডেস্কঃ
রংপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, রংপুর আবু সাঈদের পবিত্র রক্তে রঞ্জিত ভূমি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে ‘জুলাই সনদ’-এর স্বপ্ন জন্ম নিয়েছে, তা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। তিনি ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে ঐক্য গড়ে উঠেছিল, তা অটুট রাখার আহ্বান জানান। নিশিরাত বা ডামি নির্বাচনের যুগ শেষ হয়েছে উল্লেখ করে জনগণকে নিজেদের অধিকার প্রয়োগে সচেতন থাকার কথাও বলেন।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, রংপুরকে অনেকেই গরিব অঞ্চল ভাবলেও এটি সম্ভাবনাময় এলাকা। বিএনপির লক্ষ্য রংপুরকে নতুনভাবে সাজানো। এখানে কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে, ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া হবে এবং কর্মসংস্থান বাড়ানো হবে। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। কৃষি কার্ড চালু করে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে এবং অন্তত এক ফসলের জন্য বীজ ও কীটনাশক বিনামূল্যে দেওয়া হবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে উপস্থিত জনতার কাছে তিনি প্রশ্ন রাখেন, “আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী?” জবাবে জনতা ‘ধানের শীষ’ স্লোগান দিলে তিনি ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.