খবরবাড়ি ডেস্কঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে সমাবেশে যাবার পথে গাইবান্ধার পলাশবাড়ীতে সংক্ষিপ্ত যাত্রা বিরতিকালে তিনি বিএনপির নেতাকর্মীসহ উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিককে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় পলাশবাড়ী পৌরশহরের দক্ষিণবন্দরে এক সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন তারেক রহমান। তারেক রহমানের গাড়ি বহর পৌঁছালে নেতা-কর্মীরা সামনে এসে দাঁড়িয়ে তাঁকে স্বাগত ও আন্তরিকভাবে অভিনন্দন জানান। এসময় গাইবান্ধা-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপি’র সভাপতি প্রার্থী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী-সমর্থক ছাড়াও সর্বস্তরের বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তাঁকে একনজর দেখা ও তাঁর কথা শোনার জন্য রাস্তার দু’পাশে সমবেত হন অসংখ্য নারী-পুরুষ।
Leave a Reply
You must be logged in to post a comment.