খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অবস্থিত গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মরহুম ভোলা প্রধান বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রতিষ্ঠান অধ্যক্ষ রামদেব চন্দ্র সরকারের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের এমডি আমেরিকা প্রবাসী নুরুন্নবী প্রধান সবুজের সার্বিক দিক-নির্দেশনায় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কশিনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন ও অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি মোছা. মনোয়ারা বেগম। অন্যান্যদের মধ্যে সহকারি শিক্ষক শাহিন কাজীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাহফুজ সিদ্দিক টিপু, শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক শাহ মোহাম্মদ মুজাহিদ আনোয়ার রিন্টু, অনুরাধা সাহা এবং সালমা হক পপি।
Leave a Reply
You must be logged in to post a comment.