খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী বাজারের একটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থী উত্ত্যক্তের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ তুলে আটক শিক্ষকের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি শুক্রবার দুপুরে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। লিখিত বক্তব্যে তারা জানান, আমলাগাছী বাজারের সৃজনশীল কিন্ডার গার্ডেনে এসএসসি ২০২৬ ব্যাচের নারী শিক্ষার্থীরা নিয়মিত প্রাইভেট পড়াশোনা করে আসছেন।
ভুক্তভোগীদের দাবি, গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে একদল যুবক জোরপূর্বক এক নারী শিক্ষার্থীকে প্রাইভেট সেন্টার থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। এ সময় শিক্ষক বাধা দিলে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। আতঙ্কিত শিক্ষার্থীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলেও তাৎক্ষণিক আইনগত সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে উভয় পক্ষ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ তুলে শিক্ষক ও তার স্বজনদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয় বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এ ঘটনায় শিক্ষক চঞ্চলসহ তিনজনকে থানায় আটক রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং মিথ্যা অভিযোগে আটক শিক্ষকের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। পাশাপাশি তারা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতে প্রস্তুত বলেও জানান।
সংবাদ সম্মেলনে নারী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে পলাশবাড়ী থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে নারী শিক্ষার্থী উত্ত্যক্তের ঘটনাকে আড়াল করার চেষ্টা এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.