খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা লেহিনা আক্তার বানু সীমা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর সদর বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল কাইয়ুম হুদা, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাদুল্লাপুর প্রেসকাবের সভাপতি মো. তাজুল ইসলাম রেজা, সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহমুদুল হক মিলন প্রমুখ।
এর আগে বিদ্যালয়ের নবীন শিশু শিক্ষার্থীদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেয় পঞ্চম ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা। শেষে কৃতি শিক্ষার্থীদের এবং বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.