খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় চত্ত্বরে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম জিল্লুর রহমান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকার শিক্ষক জগন্নাথ রায়, হাবিবুছ ছোবহান, বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী শিক্ষক জুয়েল মিয়া, সাংবাদিক আমিরুল ইসলাম কবির ছাড়াও বিদায়ী পরীক্ষার্থীদের মধ্যে তরিকুল ইসলাম, নুহু শেখ, দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা আরাতুল জান্নাত প্রমুখ। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিনিয়র সহকারি শিক্ষক মো. আব্দুল মতিন। শেষে বিদেহী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে এক বিশেষ দো’আ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাবিবুছ ছোবহান।
উল্লেখ্য; এবার এ বিদ্যালয় থেকে ১শ’ ২২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।
Leave a Reply
You must be logged in to post a comment.