খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুম এবং সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক ভাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দীন ও জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান ও থানা অফিসার ইনবার্জ মোজাম্মেল হক।
এ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। সে জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন এবং তাদের শপথ করান। উল্লেখ্য; এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ১৪৯ জন, সহকারি প্রিজাইডিং ৯২১ জন ও ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার অংশ নেয়।
Leave a Reply
You must be logged in to post a comment.