খবরবাড়ি ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনটি পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নিয়ে গঠিত। এর মধ্যে পলাশবাড়ী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ২৩৮ জন। ভোটারদের মধ্যে পুরুষ ১ লাখ ১৩ হাজার ৩১৪ জন, নারী ১ লাখ ১৮ হাজার ৯২১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এছাড়া পোস্টাল ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন ২ হাজার ১১৫ জন।
পলাশবাড়ী উপজেলায় মোট ভোটকেন্দ্র ৭১টি। এর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় ১০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো
১. পলাশবাড়ী এ,এ,এস,বি,পি মহিলা ফাজিল মাদ্রাসা, জামালপুর
২. পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নুনিয়াগাড়ী
৩. পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, নুনিয়াগাড়ী
৪. পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ, গৃধারীপুর
৫. গণকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণকপাড়া
৬. মেরীরহাট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর
৭. সাবদিন বালিকা উচ্চ বিদ্যালয়, সাবদিন ভগবতীপুর
৮. বরিশাল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ভবানীপুর
৯. দিঘলকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকান্দী
১০. বেতকাপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতকাপা।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ারে আলম তিনি খবরবাড়ি কে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত।
এ বিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি, নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্টদের আশা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পলাশবাড়ীতে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.