সাধারণ গৃহবধূ থেকে দেশের রাজনীতির জটিল মঞ্চে উঠে এসে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সেই সংগ্রামী পথচলার গল্প তুলে ধরতে রংপুরে দুই দিনব্যাপী শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার উদ্যোগে জেলা পর্যায়ে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় আজ মঙ্গলবার বিকেল ৫টায়।
রংপুর টাউন হল মাঠে দুই দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রংপুর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু।
সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানান বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম।
প্রদর্শনীতে বেগম খালেদা জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র স্থান পেয়েছে। পাশাপাশি তাঁর জীবনের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকদের ভাষ্য, তরুণ প্রজন্ম বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনা ও রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে আগ্রহী। সেই আগ্রহকে কেন্দ্র করেই জেলা পর্যায়ে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, নাট্য সম্পাদক বিভান বাদল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন। লিটন পারভেজসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা শোক বইয়ে স্বাক্ষর করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.