স্টাফ রিপোর্টার,সরকার লুৎফর রহমানঃ
পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী হতে পঞ্চম শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদেরকে শিশু বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
২৬ ফেব্রুয়ারি সোমবার সকালে এ শিশু বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নিলুফার ইয়াসমিন, ইন্সট্রাক্টর পিটিআই সোহেল মিয়া এবং অত্র স্কুল কমিটির সভাপতি মাহবুবর রহমান।
সচারাচর আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নবীন বরণ অনুষ্ঠান দেখতে পাই তবে এখানে প্রাথমিক পর্যায়ে নবীন বরণ অনুষ্ঠান যেটাকে বলা হচ্ছে শিশুবরণ অনুষ্ঠান যা ব্যতিক্রমী চিন্তার একটি প্রতিফলন। এসময় অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদেরকে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীরা রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দকে।
এ প্রতিষ্ঠানটিতে মোট ২৬৭ জন শিক্ষার্থীদের পাঠদান করা হবে চলতি বছর। প্রতিবছরই নতুন নতুন শিক্ষার্থীর আগমনে জায়গা সংকুলন হওয়ায় একটি বহুতল ভবনের অতি প্রয়োজন। এ স্কুলের প্রধান শিক্ষক গোলাম রব্বানী সেলিম একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়ে ছাদবাগান, সাইকেল গ্যারেজ, খেলাধুলার জন্য উপকরণ এবং সুদক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালনা করায় শিক্ষা প্রতিষ্ঠানটি পলাশবাড়ি উপজেলায় সর্বপরিচিতি লাভ করছে।
প্রতিদিন রিক্সা, ভ্যান ও বাইসাইকেল যোগে এ প্রাথমিক বিদ্যালয়ে দূর দুরান্তর হতে শিক্ষার্থীরা পাঠগ্রহণের জন্য আসে। ভালো শিক্ষা ব্যবস্থা হওয়ায় এ প্রতিষ্ঠানটিতে তাদের সন্তানদের শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে নিশ্চিন্ত অভিভাবকগণ।
সুদক্ষভাবে পরিচালনা ও শিক্ষা প্রদানের সুনাম ধরে রাখার জন্য এই প্রতিষ্ঠানটিতে একটি নতুন ভবন অতি প্রয়োজন। তাই একটি নতুন ভবন বরাদ্দে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে উপজেলাবাসী।
Leave a Reply
You must be logged in to post a comment.