খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা পৌর শহরের সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে ঘুমিয়ে পড়া হেলপার ট্রাকচাপায় নিহত হয়েছেন। ২৬ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দুই মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম রোকনুজ্জামান (২০)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খিয়ারপাড়া ইউনিয়নের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক বিভাগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা রংপুর-ট ১১-০৪৯৯ নম্বর ট্রাকটির নিচে হেলপার রোকনুজ্জামান ঘুমিয়ে ছিলেন। এ সময় ট্রাকের চালক বিষয়টি খেয়াল না করে গাড়িটি চালু করলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply
You must be logged in to post a comment.