বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার ভোটারদের সাথে গণসংযোগ করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলি মেডিকেল এলাকায় বিকালে এ গণসংযোগ করেন।
সাবেক এ সংসদ সদস্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। তাঁর এ গণসংযোগের সময় তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলার বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বেলতলি মেডিকেল এলাকার ব্যবসায়ি রেজাউল করিম নয়ামিয়া বলেন, ভোটের আগে অনেক প্রার্থীই আসে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে। ভোট বের হয়ে গেলে তাদের আর দেখা মেলেনা। তাই এবার দেখেশুনে নিজের পছন্দমতো প্রার্থীকে দিবো।
ঘনিরামপুর এলাকার বাসিন্দা মোঃ বাদশা মিয়া বলেন, সবাই ভোট নিয়ে গেলেও আমাদের উন্নতি হয়না। ভোটে নির্বাচিত হলে তাঁরা আর আমাদের দিকে ফিরে তাকান না। আমরা তারাগঞ্জ উপজেলাবাসি সবসময়ই অবহেলিত থাকি। আমাদের এ উপজেলার উন্নয়নে কেউ কোন কাজ করেনা। তাই দেখেবুঝে ভোট দিবো।
তারাগঞ্জে গণসংযোগকালে সাবেক এ সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশর উন্নয়ন হয়। আমি নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হলে আমার সাধ্যমত উন্নয়ন করার চেষ্টা করবো।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ আরও অনেকে।
Leave a Reply
You must be logged in to post a comment.