গাইবান্ধা প্রতিনিধিঃ “মাছ চাষে গড়বো দেশ-বদলে দেব বাংলাদেশ” এ শ্নোগানকে সামনে রেখে গাইবান্ধা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ পালন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিদের সাথে মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল দাইয়ান-এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু সাইদ, জেলা মৎস্য অফিসের মৎস্য জরিপ কর্মকর্তা মো. গোলাম জিলানী ও সহিদুল আলম। আরো বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাস, একুশে টিভির প্রতিনিধি সিদ্দিক আলম দয়াল, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি সরকার মো. শহিদুজ্জামান, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আতিক বাবু, সাংবাদিক উত্তম সরকার ও সাংবাদিক হাছান হাবীব তালুকদার রিজন প্রমূখ। ১৮ জুলাই েেথকে ২৪ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আলাচনা সভা, শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে প্রামান্য চিত্র প্রদর্শন, মাছ চাষে উদ্বুদ্ধকরণ, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কর্মপরিকল্পনা রয়েছে। এসময় সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।