খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতবস্ত্র (কম্বল) নিয়ে চিকিৎসা নিতে আসা শীতার্ত রোগীদের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা সমাজসেবা অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুস সালাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএনও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসারত রোগীদের খোঁজখবর নেন এবং শীতজনিত কষ্ট লাঘবে তাদের মাঝে কম্বল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, শীতের তীব্রতায় অসহায় রোগীদের কষ্ট লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.