খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা বাজারের পাইকারী মনিহারী ব্যবসায়ী মশিউর রহমানের (৪০) ওপর পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে টাকা ছিনতাই ও হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিলসহ মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে সীচা বাজার ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর আয়োজনে ওই বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাজারের ব্যবসায়ীরাসহ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
এতে বক্তব্য রাখেন সীচা বাজারের ব্যবসায়ী হোসেন আলী, রবিউল ইসলাম (তরু), মোজাফ্ফর রহমান, আকু মিয়া, সাজেদুল ইসলাম, মমিনুল ইসলাম (বাবু), কাপড় ব্যবসায়ী শাহীন ইসলাম জুয়েল মিয়াসহ অন্যরা।
বক্তরা বলেন, মামলা দায়েরের পর এ ঘটনার সাথে জড়িত কয়েকজন আসামিকে গ্রেফতার করা হলেও, এই ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এবং নির্দেশদাতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে । তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা ও সীচা বাজারসহ সুন্দরগঞ্জের সকল ব্যবসায়ীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশের টহল বাড়ানোর জোর দাবি জানানো হয়।
এরআগে গত শনিবার ভোর রাত্রী আনুমানিক ১টার দিকে ব্যবসায়ী মশিউর রহমান তার প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ী যাওয়ার পথে এক দল দুস্কৃকারী পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে ব্যবসায়ের ৪ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুস্কৃতকারীরা সেখান থেকে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা চিকিৎসার জন্য আহত মশিউর রহমানকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।
এ ঘটনার পরে ভুক্তভোগী মশিউর রহমানের স্ত্রী মৌসুমি আক্তার (৩৭) বাদী হয়ে ৩ থেকে ৪ জনকে অজ্ঞাত করে সুন্দরগঞ্জ থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে দস্যুতা ঘটনার সাথে জড়িত আসিফ, আল আমিন ও নাজমুল ইসলাম নামে ৩ যুবককে গ্রেফতার করে। তাদের আরেক সাথী রাজু মিয়া বর্তমানে পলাতক রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.