খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে জমির ৯ লাখ টাকা ফেরত পেতে ভুক্তভোগী পরিবারের এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ প্রেস ক্লাব পলাশবাড়ী উপজেলা শাখা কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার উপজেলার বেতকাপা ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের এমরান মন্ডলের ছেলে পারভেজ মন্ডল জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, একই ইউনিয়নের রায়তী নড়াইল গ্রামের মৃত বাকী সরকারের ছেলে শামসুজ্জোহা সরকার ডাবলু তার নিজস্ব জমি মৌজা বেতকাপা, দাগ নং- ৮১, জমির পরিমাণ ১.১৩ (এক একর তের) শতাংশ জমি বিক্রি করার কথা বলে বিগত ৩১/০১/২০১৮ সালে ৩ (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই স্বাক্ষর দিয়ে উল্লেখিত ৯ লাখ নগদ টাকা গ্রহণ করেন।
এদিকে; জমিটি নেওয়ার পর থেকে এমরান গংরা চাষাবাদ করে আসছিলেন। এরই একপর্যায়ে টাকা গ্রহণকারী জমি মালিক কয়েক মাস পর অসুস্থ জনিত কারণে মারা যান। পরে ওই জমি জবর-দখল বা জোর করে দখলে নিতে জমি মালিকের প্রতিবেশী টমাস, সফিকুল ইসলাম ডেভিড গংরা উঠে পড়ে এমরান গংদের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন অব্যাহত রেখেছে।
এসব নানা ভয়ভীতি ও হুমকির ফলে অসহায় এমরান পরিবার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। এ ব্যাপারে তারা জমিটির দলিল সম্পাদন করে দিতে বা টাকা ফেরত পেতে এলাকাবাসী, সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষসহ সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পারভেজ মন্ডল, মা পারভীন বেগম ও ছোট ভাই এমরান মন্ডল উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.