শরীফ মেহেদী হাসান, রংপুরঃ
উর্বর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে রংপুরের তারাগঞ্জে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট। আজ মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে হাড়িয়ারকুঠি ইউনিয়নের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।
এ সময় ব্যক্তিগত মালিকানাধীন কৃষি জমি থেকে মাটি তোলার অপরাধে মোঃ আরিফুজ্জামান (৩৫) নামের ওই ব্যক্তিকে হাতেনাতে ধরা হয়। তার বাড়ি কিসামত মেনানগর জুম্মাপাড়া, ডাঙ্গীরহাট, তারাগঞ্জ, রংপুর। তার পিতার নাম ওবায়দুল্লাহ।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত করে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং জরিমানার টাকা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোনাববর হোসেন জানান, এ ধরনের অবৈধ মাটি উত্তোলন কৃষি জমির উর্বরতা নষ্ট করে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.