খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-৯৪’ এর উদ্যোগে দুঃস্থ অসহায় শীতার্ত ৪শ’ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অত্র বিদ্যালয়ের এসএসসি সংগঠন ‘ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-৯৪’ এসব শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবুল হোসেন মৃধা সোহাগ।
এসময় অন্যান্যের মধ্যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-৯৪ এর বুলবুল আহমেদ, রাসেল আহমেদ, ফরহাদ হোসেন, সাহেদ মিয়া, আলমগীর হোসেন, মো. রোমেন মিয়া, মো. ছানা, ডন, সোহেল মিয়া, আজাহার আলী, প্লাবন, শামীম আহমেদ, ধীমান, দর্শন, মো. রোমান হোসেন, সুপন, শিমুল মিয়া, রওশন, জুন্নুন, নোবেল, মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন-৯৪ এর পক্ষ থেকে প্রতিবছর জেলার অসহায় দরিদ্র শীতার্ত মানুষের কম্বল বিতরণ ছাড়াও দুর্যোগ কালীন সময়েও এই সংগঠনের পক্ষ থেকেও অসহায় মানুষদের নানা সহযোগিতা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.