খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দ্যা ট্রাইবুনাল উপজেলা প্রতিনিধি এবং গ্রিন্ডফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক সাংবাদিক বিদুষ রায়ের জন্মদিন আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
১৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলার গণমাধ্যমকর্মীদের উদ্যোগে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
পলাশবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম পাতা,খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, হোপ নিউজ টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মিজানুর রহমান মিলন, পলাশবাড়ী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, দৈনিক করতোয়া উপজেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম রুবেল এবং বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম কবীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফেরদৌস মিয়া, আশরাফুজ্জান সরকার, আবেদুর রহমান সবুজ, রবিউল ইসলাম, শাহারুল ইসলাম, ফজলার রহমান, ওমর ফারুক, মাসুদ রানা, লিমনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক বিদুষ রায়ের পেশাগত সাফল্য কামনার পাশাপাশি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জন্মদিনের এ আয়োজনটি সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যের মিলনমেলায় পরিণত হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.