খবরবাড়ি ডেস্কঃ ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ শ্লোগান নিয়ে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ৩নং ওয়ার্ডে আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ এশা পৌরশহরের উদয়সাগর গ্রামের স্থানীয় মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি এবং গাইবান্ধা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।
খেলার উদ্বোধন উপলে তিনি আরাফাত রহমান কোকো স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন এবং উপস্থিতি স্থানীয় দর্শক এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে খেলাধুলা কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
এসময় পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন মন্ডল, পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পলাশবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, সদস্য সচিব ইমরান সরকার, পলাশবাড়ী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, যুব নেতা ফরহাদ সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ রিদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন আহম্মেদ, সদস্য সচিব আকাশ কবীর পায়েল, পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত প্রমুখ।
খেলায় পীরগঞ্জ সাঁওতাল সাইকোন স্পোটিং কাব উদয় সাগড় হাজিপাড়া স্পোর্টিং কাবকে ৩-০ গোলে পরাজিত করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলাটি পরিচালনা করেন খেলোয়াড় কমিটির সদস্য মাজেদুল ফকির, ফরহাদ, রবিউল, রিয়ান, শাওন।
Leave a Reply
You must be logged in to post a comment.