খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার উদ্যোগে ১৪ জানুয়ারি বুধবার দুপুরে পৌরসভার গৃধারীপুর হাজীপাড়ায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার সভাপতি শরিফুল ইসলাম।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফকু, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, গাইবান্ধা জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম প্রামাণিক, এডিশনাল জিপি অ্যাডভোকেট আবদুল হালিম, উপজেলা বিএনপি নেতা আবুল বাসার লিটন এবং উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে তারেক জিয়া পরিষদের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া রাজ্জু।
আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গৃধারীপুর তাহ্ফিজুল কুরআন রায়হানুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ আতিকুর রহমান।
দোয়া ও মুনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত প্রায় পাঁচ হাজার মানুষের জন্য সম্মিলিত তবারকের খাবারের আয়োজন করা হয়। ধর্মীয় পরিবেশ ও সৌহার্দ্যের মধ্য দিয়ে সবাই একসঙ্গে সেই খাবারে অংশ নেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।
Leave a Reply
You must be logged in to post a comment.