খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী দলিল লেখক সমিতির উদ্যোগে ১৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সমিতির হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবু বক্কর মন্ডল।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। আরও উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম সাবু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রতন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পলাশবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক, ভেন্ডার এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলিল লেখক সৈয়দ আওরঙ্গজেব আলম।
আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের রাজনীতিতে তার ভূমিকার কথা স্মরণ করেন। পরে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোস্তাফিজার রহমান রাজা।
Leave a Reply
You must be logged in to post a comment.