মো: বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মহাসড়কে শৃঙ্খলা নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রংপুর-দিনাজপুর মহাসড়কে সকাল সাড়ে ১১ টার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত, দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন যানবাহন এবং চালকের ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র যাচাই করা হয়।
ত্রুটিপূর্ণ ক্ষেত্রে সড়ক পরিবহন আইন ২০১৮ বিধান মোতাবেক ডিজিটাল পদ্ধতিতে প্রসিকিউশন প্রদান করা হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, এ ধরনের অভিযান আমাদের পক্ষ থেকে নিয়মিত পরিচালনা করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.