খবরবাড়ি ডেস্কঃ স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি থেকে মুসাব্বির হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে আসে।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থী আনিসুজ্জামান খান বাবু, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।