খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলায় খাটের নিচ থেকে ৪ কেজি ৮৫ গ্রাম গাঁজাসহ কামাল হোসেন (৫০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরের দিকে র্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী বারটিকরী গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিকদল কামাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় তার শয়ন ঘরের খাটের নিচ থেকে ৪ কেজি ৮৫ গ্রাম শুকনো গাঁজা জব্দসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেইসাথে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।