খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌর শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) বাদ মাগরিব পলাশবাড়ী পৌর অফিস কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পলাশবাড়ী পৌর জামায়াতের আমীর মাও. ইয়াহিয়া এবং সঞ্চালনায় ছিলেন
সেক্রেটারি আইনুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক একরামুল হক। এছাড়াও পৌর শাখার বিভিন্ন বিভাগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দাওয়াতি কার্যক্রম জোরদার এবং আদর্শিক রাজনীতির মাধ্যমে সমাজ সংস্কারে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।
বৈঠকে পৌর শাখার বিভিন্ন বিভাগের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দো’আ ও মোনাজাত করা হয়।