বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধ। অটোরিক্সা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের হাজীরহাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।স্থানীয়রা জানান,একটি অটোরিক্সা হাজীরহাটের দিকে যাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজির সঙ্গে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা এক বৃদ্ধ গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি হাজিবউদ্দিন (৫৫)। তিনি তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।পরে পুলিশকে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
এদিকে,এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।