খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিপিএলের দল রংপুর রাইডার্স। জেলার চার হাজারের দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে দলটি।
বুধবার (৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের সাহেব উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। হাড়কাঁপানো শীতে কম্বল পেয়ে স্বস্তি ও আনন্দে মুখর হয়ে উঠেন শীতার্ত মানুষজন। ৮০ বছর বয়সী বৃদ্ধা নবীরুন নেছা বলেন, ‘এই বয়সে শীতে শরীর আর সয় না। রাতে ঘুমাতে পারি না। আজ কম্বল পাইছি, আল্লাহ রংপুর রাইডার্সের সবাইরে ভালো রাখুক।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রংপুর রাইডার্সের হেড অব অপারেশনস তানভিরুল ইসলাম অভি।
এসময় তিনি বলেন, রংপুর রাইডার্স শুধু একটি ক্রিকেট দল নয়, আমরা সামাজিক দায়বদ্ধতায় বিশ্বাসী। শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করাই আমাদের উদ্দেশ্য। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব মহফিল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন, অধ্যাপক আজিজুল ইসলাম এবং বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম সাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা রংপুর রাইডার্সের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ক্রীড়াঙ্গনের সংগঠনগুলোর এমন সামাজিক ভূমিকা আরও বিস্তৃত হওয়ার আহ্বান জানান।