বুলবুল হোসেন,তারাগঞ্জ, রংপুরঃ
রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ ডিসেম্বর ২০২৬) রাত ৯টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিপু। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন কাজল। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শুভ।
এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।মিলাদ শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামীতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।