খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অবস্থিত ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রকাশ এবং পঞ্চম শ্রেণির অভ্যন্তরীণ বৃত্তি প্রদান অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠান সংলগ্ন ডাকবাংলো মাঠে আয়োজিত বার্ষিক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ (অব.) আবু সুফিয়ান সরকার রোজ। অত্রালাকার একটি অন্যতম প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানটির পড়ালেখা ছাড়াও বিভিন্ন সফলতার সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান অধ্যক্ষ সুশীল চন্দ্র সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য আমিনুল ইসলাম শাহীন, ইসলাম গণি মন্টু, শিক্ষক কেএম কামাল, আল-আমিন শেখ, মমদেল হোসেন, মাসুদা আকতার, শিক্ষার্থী অভিভাবক নুরে আলম সিদ্দিক, হাবিবুর রহমান, মাসুদুর রহমান ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান ফাহিম প্রমুখ। এসময় শিক্ষক-কর্মচারী, অভিভাবক-শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক উম্মে সাবিহা মোহতারিন ছন্দা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারি শিক শহিদুল ইসলাম, মানিক কুমার সরকার, উম্মে কাওছার শাহী আরিবা কনা ও রেবেকা খাতুন। 

উল্লেখ্য; প্রতিষ্ঠানটিতে মেধাক্রমানুসারে যথাক্রমে প্লে থেকে চতুর্থ এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণি পর্যন্ত ৭৪ এবং পঞ্চম শ্রেণির অভ্যন্তরীণ বৃত্তিপ্রাপ্ত ১৪ জনসহ মোট ৮৮ শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিক পুরস্কার তুলে দেয়া হয়।