বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণে লিপ্ত থাকার দায়ে মোঃ শাহীন প্রামাণিক (২৭) কে আটক করা হয়।সে তারাগঞ্জ থানার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে।
মোবাইল কোর্ট চলাকালে উপস্থিত জনতার সামনে দোষ স্বীকার করায় অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়।আদালত তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ (দশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। আরোপিত অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তারাগঞ্জ থানার এসআই জনাব আবু ছাইয়ুম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোনাববর হোসেন বলেন,“মাদকমুক্ত সমাজ গঠন ও জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.