খবরবাড়ি ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর রুহের মাগফেরাত কামনায় পলাশবাড়ীতে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচি আয়োজন করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত এবং পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন।
৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামে তাদের নিজস্ব উদ্যোগে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এবং নিশানতারা এতিমখানা ও আর্দশ এতিমখানার শিশুদের অংশগ্রহণে পৃথকভাবে কোরআন খতমের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর ও উপজেলা বিএনপি পরিবারের নেতাকর্মীরা, শিক্ষকবৃন্দ, সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রবিউল ইসলাম লিয়াকত, মিজানুর রহমান নিক্সন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা, মহদীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার আপেল মাহমুদ, উপজেলা জাসাসের আহবায়ক নাজমুল ইসলাম হানিফ, এবং আরও অনেকে।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির মিডিয়া সেল।
উক্ত কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে উপস্থিতরা মরহুমার রুহের শান্তি কামনা এবং তাকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.