জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়ে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না তিনি।
এর আগে ঢাকা-১০ আসন থেকে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছিলেন। আজ এই ঘোষণার মাধ্যমে তিনি সেটি থেকে সরে এসেছেন।
২৯ ডিসেম্বর সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় আসিফ মাহমুদ ও দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ‘আজকের দিনটি এনসিপির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও অন্যতম কাণ্ডারি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ আনুষ্ঠানিকভাবে এনসিপি যোগদান করলেন। আমরা আশা করবো তার সাথে আমাদের পথচলা পুরোনো দিনগুলোর মতোই সামনের দিনগুলোতে আমাদের যে লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।’
তিনি বলেন, আমাদের (এনসিপি) রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়(অনলাইনে অনুষ্ঠিত) আসিফ মাহমুদকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে।
বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘এই সময়ে জুলাই গণ-অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকা ও রাখা সমানভাবে গুরত্বপূর্ণ। এই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের জন্য এ নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুযোগ এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সে জায়গা থেকে আমি আজ এনিসিপিতে যোগদান করেছি।’সূত্র- বাসস
Leave a Reply
You must be logged in to post a comment.