খবরবাড়ি ডেস্কঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধার পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, বাসদ, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্রপ্রার্থীসহ ৪৫ প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে ১০ জন স্বতন্ত্র।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
তিনি জানান, গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে মোট ৬০ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এরমধ্যে স্বতন্ত্রসহ শেষ দিনে মোট ৪৫ জন জমা দিয়েছেন।
গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দেয়া তথ্যমতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মোট জমা দেন ১০ জন। গাইবান্ধা-২ (সদর) আসনে মোট জমা দেন ৮ জন। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে মোট জমা দেন ১০ জন। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে মোট জমা দেন ৬ জন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে মোট জমা দেন ১১ জন।
তবে বিএনপির মনোনীত প্রার্থীর বাইরে দলের শুধু গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া গাইবান্ধার মোট পাঁচটি আসনের মধ্যে পাঁচটিতেই বিএনপি প্রার্থী দিয়েছে। পাঁচটিতেই কেউ স্বতন্ত্র প্রার্থী হননি। জামায়াতের দলীয় প্রার্থীর বাইরে জামায়াত ও তাদের জোটের শরিক দলগুলোকে ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হননি।
Leave a Reply
You must be logged in to post a comment.