খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে রোববার (২৮ ডিসেম্বর) জুনিয়র বৃত্তি এবং ইবতেদায়ি ও দাখিল অষ্টম শ্রেণির প্রথম দিনের পরীক্ষা কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় পৃথক ২টি কেন্দ্রে মোট ৮শ’ ১৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রথম দিনের পরীক্ষায় অনপুস্থিত ছিল ৪৩ জন পরীক্ষার্থী। কেন্দ্র গুলো হচ্ছে পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী সিনিয়র (ডিগ্রী) ফাজিল মাদ্রাসা। প্রথম দিনের জুনিয়র বৃত্তি বাংলা এবং ইবতেদায়ি ৫ম ও দাখিল অষ্টম শ্রেণির কুরআন মাজীদ ও তাজবীদ পরীা চলাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ জাবের আহমেদ পলাশবাড়ী এসএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. আব্দুল বারী সরকার ও ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.