বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক রাতেই তিনটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ ও মূল্যবান মোবাইল ফোনসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
চুরির ঘটনাগুলো ঘটে তারাগঞ্জ নতুন চৌপতি মসজিদের নিচে অবস্থিত হাজরা মার্কেট এবং নতুন চৌপতি বাসস্ট্যান্ড মোড় থেকে বাজার রোড সংলগ্ন একটি মার্কেটে। গত শনিবার (২৭ ডিসেম্বর)
দিবাগত রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা কৌশলে দোকানগুলোর শাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও দামী মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সংশ্লিষ্ট এলাকাগুলোতে একাধিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করা রয়েছে এবং রাতের বেলায় পাহারার জন্য লোকও নিয়োজিত থাকে। এরপরও এমন দুঃসাহসিক চুরির ঘটনা কীভাবে ঘটলোতা নিয়ে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী জানান,
এই দোকানই আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস। অনেকেই ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছি। এক রাতের চুরিতে আমরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছি।
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে ব্যবসায়ী মহলে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে। তারা দ্রুত চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
এদিকে স্থানীয়রা বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে রাত্রীকালীন নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল বৃদ্ধি এবং সিসিটিভি মনিটরিং কার্যকর করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
চুরির ঘটনাটি নিশ্চিত করে তারাগঞ্জ অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান আইনশৃঙ্খলা চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.