খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা ও পৌর জাতীয় পার্টির একাংশের নেতাকর্মীদের উদ্যোগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের হীরক কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রউফ আকন্দ, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মো. মেহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আবুল কালাম আজাদ, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, অ্যাডভোকেট আনিকা প্রমুখ।
সভায় উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দ স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুর রউফ আকন্দকে সমর্থন জানিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.