আব্দুল্লাহিল শাহীন , তারাগঞ্জ, রংপুরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে
গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের তেতুলতলা বাজারে আয়োজিত এ গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গণসংযোগ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোনাব্বর হোসেন। তিনি তাঁর বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান।
গণসংযোগ অনুষ্ঠানে গণভোট সংক্রান্ত কয়েকটি তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসব ডকুমেন্টারির মাধ্যমে ভোটারদের গণভোটের প্রক্রিয়া, উদ্দেশ্য এবং এতে অংশগ্রহণের গুরুত্ব সহজভাবে তুলে ধরা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply
You must be logged in to post a comment.