খবরবাড়ি ডেস্কঃ ‘মানবতার কল্যাণে-পাশে থাকার প্রত্যয়ে’ নিয়ে গাইবান্ধায় গরীব অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহের গফঁরগাও-এর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘আপনজনের’ পক্ষ থেকে জেলা শহরের ডিবি রোডে অবস্থিত সুরবানী সংসদ স্কুল মাঠে ২ শতাধিক অসহায়-দুঃস্থ নারী ও পুরুষের মাঝে এ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় আপনজন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মজিবর রহমান ফরহাদ, সমন্বয়ক আবরার শাহরিয়ার জাকির, সাধারণ সম্পাদক শেখ ফয়সাল বিন ফরিদ, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান শিমুল, পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলার আহব্বায়ক ওয়াজিউর রহমান র্যাফেল, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমাজের অসহায় পিছিয়ে পড়া, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এরইঅংশ হিসেবে ৭ বছর ধরে প্রতি বছরের মতো এ বছরও দেশের গরীর জেলা গুলোতে শীতবস্ত্র বিতরণ করে আসছে। সেইসাথে তারা গরীব অসহায়-দুঃস্থের পাশে দাঁড়াতে বিত্তবানদের আহব্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.