খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় গাইবান্ধায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন মেঘদূত কার্যালয় চত্বরে বাংলাদেশ ব্যাপিস্ট চার্চ সংঘের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বড়দিনের অনুষ্ঠানে প্রথমেই পবিত্র বাইবেল থেকে মহান যিশু খ্রিস্টের বাণী পাঠ করেন ববি রোজারিও। ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব.) অধ্যাপক মমতাজুর রহমান বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মুরাদজামান রব্বানী, সহ-সম্পাদক মিতা হাসান, সংগীত শিল্পী চুনি ইসলাম, সাংবাদিক কুদ্দুস আলম, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা গোলাম রব্বানী মুসা, উদীচীর সাধারণ সম্পাদক শিরিন আক্তার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, শিক্ষক অঞ্জলি রাণী দেবী, আফরোজা লুনা, পপি রোজারিও প্রমুখ। পরে আনন্দমুখর পরিবেশে বড়দিনের কেক কর্তনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.