খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গোবিন্দগঞ্জ উপজেলায় হরিরামপুর ইউনিয়নে ধনদিয়া গ্রামের ফুলমতি (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুলমতির সাথে তার স্বামী ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত এবং একাধিকবার মারামারির ঘটনাও ঘটে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা ছিল।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পাড়া-প্রতিবেশীরা ফুলমতির ঘরের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা মরদেহটি নিচে নামায়।
এ খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও, পারিবারিক কলহের বিষয়টি সামনে আসায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply
You must be logged in to post a comment.