খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর)বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-দিনাজপুর মহাসড়কের কাটামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম শেফালী বেগম (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা রেজাউল করিমের স্ত্রী। শেফালী বেগম অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রেজাউল করিম তার স্ত্রী শেফালী বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাটামোড় এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৩-৪৫২৫) তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শেফালী বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী রেজাউল করিম ও দুই সন্তান ভাগ্যক্রমে বেঁচে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা যায়।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক দুর্ঘনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.