খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এ.ডাবলু.ও. ইন্টারন্যাশনাল এন্ড বিএমজেট-এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রোসপারিটি প্রকল্পের আওতায় এ নিরাপদ অভিবাসন বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার। বৈঠকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেশারুল হক, প্রবাসী কল্যান ব্যাংকের ম্যানেজার আমজাদ হোসেন, গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদ, প্রকল্প সমন্বয়কারী মামুনুর রশিদ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ছামছুল হক, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গোল টেবিল বৈঠকে ঘন্টাব্যাপী নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি দক্ষতা অর্জন, অভিযোগকারী অভিবাসনকর্মীগণ যাতে ডকুমেন্ট ও প্রমানসমূহ সংরক্ষণে গুরুত্বারোপ করেন।
সভায় বক্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম তুলে ধরেন এবং অভিবাসি কর্মীদের প্রতি তাদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা জানান। তাছাড়া নিরাপদ অভিবাসনের বিষয়ে ১৩ টি ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.