খবরবাড়ি ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশায় গাইবান্ধার পলাশবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ আনন্দ মিছিল। এতে উপজেলা ও পৌরসভা বিএনপিসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে চৌমাথা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন। এ সময় বক্তারা তারেক রহমানের দ্রুত দেশে প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দুলাল সরকার,জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply
You must be logged in to post a comment.