খবরবাড়ি ডেস্কঃ নুরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ-এর পলাশবাড়ী কার্যালয় ও দারুল কুরআন মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী বাজার মিল্টন রোডস্থ নুরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ-এর পলাশবাড়ী কার্যালয় ও দারুল কুরআন মাদ্রাসার শুভ-উদ্বোধন করা হয়। পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন নুরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ-এর চেয়ারম্যান মুফতি আব্দুল হাই। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন অত্র বোর্ডের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুফতি আব্দুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার আলফালাহ মাদ্রাসার মুহতামিম মুফতি মামুন মিয়া, আহলুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি এনামুল হাফিজ, ঠুটিয়াপাকুর দারুল উলুম মঈনুল ইসলাম ছামিউল সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতি শাহ আলম, কালীবাড়ী হাট জামে মসজিদের পেশ ইমাম মাও. শহিদুল ইসলাম, সাঘাটার কাসেমুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি শহিদুল ইসলাম, কাওছার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নুরানী তা’লীমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশ-এর আঞ্চলিক বোর্ড চেয়ারম্যান মাও. মিজানুর রমহান। শেষে মাদ্রাসার শুভ-উদ্বোধন উপলক্ষে এক বিশেষ দো’আ পরিচালনা করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.