খবরবাড়ি ডেস্কঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত গাইবান্ধা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তহিদুল আমিন মন্ডল সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে তার বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন মিনহাজুল ইসলাম ভূইয়া, সহ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
Leave a Reply
You must be logged in to post a comment.