খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা-৩(সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
১৭ ডিসেম্বার বুধবার দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাবের আহমেদের কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা নির্বাচন পরিচালক মাওলানা আব্দুল মজিদ আকন্দ মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিনসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে মাওলানা আব্দুল মজিদ আকন্দ বলেন, “উৎসবমুখর পরিবেশে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।”
উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে বরাবরই প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়ে থাকে। এবার জামায়াত প্রার্থীর মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন জামায়াত দলীয় নেতা কর্মীরা।
Leave a Reply
You must be logged in to post a comment.