খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের মনোনয়ন পরিবর্তনের জন্য সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবী জানানো হয়েছে। এ ব্যাপারে সাঘাটা উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু মিয়া ও সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান সহীদ এবং ফুলছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত সদস্য সচিব) মঈন প্রধান লাবু কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের কাছে অনুরোধ জানিয়ে পত্র দিয়েছেন।
১৪ ডিসেম্বর স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনে যার নাম ঘোষণা করা হয়েছে, তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর ছিল এবং বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপির দলীয় কার্যক্রমে কোনরূপ অংশগ্রহণ ছিল না। ফলে প্রার্থীর সঙ্গে সাঘাটা বিএনপির সর্বস্তরের তৃণমুল নেতাকর্মীর কোনরূপ দলীয় সম্পর্ক তৈরি হয়নি। তার মাঝে কর্মী বান্ধব কোন আচরণ লক্ষ্য করা যায় না। বিধায় সাঘাটা বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মী প্রার্থী হিসেবে তাকে বর্জন করেছে।
উদ্ভুত পরিস্থিতিতে সর্বস্তরের নেতাকর্মীর মাঝে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে এবং কোরূপ নির্বাচনী কার্যক্রমের সঙ্গে দলীয় নেতাকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না। যার ফলে গাইবান্ধা-৫ আসনের বর্তমান প্রার্থীর পক্ষে বিজয় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য নিরপে তদন্ত সাপেক্ষে বর্তমান প্রার্থীর মনোনয়ন পরিবর্তন বা পুনঃবিবেচনা সাঘাটাবাসীর একমাত্র দাবি’।
এবিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গাইবান্ধা-৫ আসনের মনোনয়ন পরিবর্তনে কেন্দ্রে চিঠি দেয়ার বিষয়ে তিনি অবগত নন।
Leave a Reply
You must be logged in to post a comment.