শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ রংপুরঃ
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জেলা পুলিশ, রংপুর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ৯:৩০ ঘটিকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে মারুফাত হুসাইন, পুলিশ সুপার, রংপুর পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া সকাল ১০ ঘটিকায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, আরো উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর , মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ। আশরাফুল ইসলাম, প্রশাসক, রংপুর সিটি কর্পোরেশন, জনাব মোহাম্মদ এনামুল আহসান, জেলা প্রশাসক, রংপুর।
জেলা পুলিশ রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রাধেশ সেন, সহকারী পলিশ সুপার (এসএএফ), রংপুরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
তথ্য সংগ্রহ রংপুর জেলা পুলিশ মিডিয়া কল সেন্টার।